নবায়ণকৃত জরিপ কার্যক্রমের আওতায় আধা-বিস্তারিত জরিপের মাধ্যমে মেহেরপুর জেলার গাংনী উপজেলার জরিপ কার্যক্রম সম্পন্ন এবং সংগৃহীত মাটির নমুনা গবেষণাগারে প্রেরণের কাজ চলছে।
আলমডাঙ্গা উপজেলার ১০টি ও কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নের ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উপজেলা নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে ।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার এবং মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার উপজেলা নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে।
পরীক্ষাগার মাধ্যমে সার ও মাটির নমুনার বিশ্লেষণ পূর্বক প্রত্যাশী সংস্থার নিকট ফলাফল প্রেরণ করা হচ্ছে।
মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও গাংনী উপজেলার জরিপোত্তর ভূমি ও মৃত্তিকা মানচিত্র সংশোধনের কাজ চলছে।
ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে মাটি পরীক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে রবি ও খরিফ ২ মৌসুমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানভিত্তিক মাটির উর্বরতা মান অনুসারে বিভিন্ন ফসলের ফলন নির্ধারনে গবেষনা ট্রায়াল ও কৃষক মাঠদিবস পরিচালনা করা হয়।
মাটি ও সার ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় রাজস্ব প্রকল্পের মাধ্যমে কৃষক, সম্প্রসারণ ও এনজিও কর্মীকে উপজেলা নির্দেশিকা/ ইউনিয়ন সহায়িকা ব্যবহার, মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সরেজমিন ভেজাল সার শণাক্তকরণ, সুষম সার ব্যবহার, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, সার প্রয়োগ পদ্ধতি ও সময়, জৈব সার প্রস্তুত পদ্ধতি, অত্যধিক সার ব্যবহারের কুফল ইত্যাদি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।