নবায়ণকৃত জরিপ কার্যক্রমের আওতায় আধা-বিস্তারিত জরিপের মাধ্যমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জরিপ কার্যক্রম সম্পন্ন এবং সংগৃহীত মাটির নমুনা গবেষণাগারে প্রেরণের কাজ চলছে।
কুষ্টিয়া সদর উপজেলার ৪টিইউনিয়নের ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উপজেলা নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে ।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার এবং মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার উপজেলা নির্দেশিকা প্রণয়নের সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নবায়নকৃত উপজেলা নির্দেশিকা বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে প্রেরণ করা হয়েছে।
রবি-২০২৪ মৌসুমে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ”রূপসা” ১৭-১৯ নভেম্বর, ২০২৪ খ্রিঃ মুজিবনগর এবং ২০-২৩ নভেম্বর, ২০২৪ খ্রিঃ দৌলতপুর এ অবস্থান করে এবং ১০০ জন কৃষকের মৃত্তিকা নমুনা পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নবায়নকৃত উপজেলা নির্দেশিকা বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে প্রেরণ করা হয়েছে।
খরিফ-২০২৫ মৌসুমে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ”রূপসা” ০৫-০৭ মে, ২০২৫ খ্রিঃ মিরপুর, কুষ্টিয়া, ৮-১১ মে, ২০২৫ খ্রিঃ গাংনী, মেহেরপুর এবং ১২-১৪ মে, ২০২৫ খ্রিঃ চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা তে অবস্থান করে এবং ১৫০ জন কৃষকের মৃত্তিকা নমুনা পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।
কৃষকদের মাঝে ৩০০টি অনলাইন সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্দেশিকার তথ্য-উপাত্ত ব্যবহার করে কৃষকদের মাঝে ১০০টি সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
কৃষি উৎপাদন জোরদারকরণ এর নিমিত্তে কৃষকের মাঝে ৬০০টি দেশিয় ফলজ,বনজ,ঔষধি বৃক্ষ ও সবজির চারা বিতরণ করা হয়েছে।
পরীক্ষাগার মাধ্যমে সার ও মাটির নমুনার বিশ্লেষণ পূর্বক প্রত্যাশী সংস্থার নিকট ফলাফল প্রেরণ করা হচ্ছে।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জরিপোত্তর ভূমি ও মৃত্তিকা মানচিত্র সংশোধনের কাজ চলছে।
স্থানভিত্তিক মাটির উর্বরতা মান অনুসারে বিভিন্ন ফসলের ফলন নির্ধারনে গবেষনা ট্রায়াল ও কৃষক মাঠদিবস পরিচালনা করা হয়।
মাটি ও সার ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় রাজস্ব প্রকল্পের মাধ্যমে কৃষক, সম্প্রসারণ ও এনজিও কর্মীকে উপজেলা নির্দেশিকা/ ইউনিয়ন সহায়িকা ব্যবহার, মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সরেজমিন ভেজাল সার শণাক্তকরণ, সুষম সার ব্যবহার, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, সার প্রয়োগ পদ্ধতি ও সময়, জৈব সার প্রস্তুত পদ্ধতি, অত্যধিক সার ব্যবহারের কুফল ইত্যাদি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।