Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিস পরিচিতি

ভূমি, মাটি ও পানি সম্পদের উৎপাদন ক্ষমতা বজায় ও সংরক্ষণের প্রয়োজনে এবং এসব সম্পদের প্রকৃত মূল্যায়ন ও উন্নয়ন সম্ভাবনার ভিত্তিতে সর্বোচ্চ লাভজনক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৬১ সালে ‘সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান’ প্রতিষ্ঠা লাভ করে। এর উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়নের জন্য সমগ্র দেশের মৃত্তিকা জরিপ (Reconnaissance Soil Survey) সম্পন্ন করা। বাংলাদেশ অভ্যুদয়ের পর ১৯৭২ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ নামে পরিচিতি লাভ করে। ১৯৮৩ সালে কৃষি ও বন মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা জরিপ বিভাগটি পুনর্গঠন, সম্প্রসারণ এবং নতুন নামকরণ করে ‘মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’ তথা Soil Resource Development Institute (SRDI) প্রতিষ্ঠা করে।

ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। ইনস্টিটিউট এ ৪ (চার) টি বিভাগ, ১১ (এগারো) টি শাখা, ৬ (ছয়) টি আঞ্চলিক কার্যালয়, ২১ (একুশ) টি জেলা কার্যালয়, ১৫ (পনেরো) টি আঞ্চলিক গবেষণাগার, ১ (এক) টি কেন্দ্রীয় গবেষণাগার ও ৬ (ছয়) টি সারের গুণগতমান নির্ধারণ পরীক্ষাগার, ১০ (দশ) টি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার এবং ২ (দুই) টি গবেষণা কেন্দ্র রয়েছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI), আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া অফিসটি কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান যা খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে পরিচালিত হয় ।  মাটি, পানি, ফসল  ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত ।১৯৮৫ সাল থেকে কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয় ।  কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের অধীনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই তিনটি জেলা অন্তর্ভুক্ত । এ কার্যালয়ের সার পরীক্ষাগার থেকে এ অঞ্চলের সন্দেহজনক ভেজাল সার পরীক্ষা করে তার গুণগতমাণ জানা সম্ভব হচ্ছে । মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষা । উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে মৃত্তিকা ও ভূমি সম্পদের ইনভেন্টরি তৈরী এবং  ভূমি ও মৃত্তিকা সম্পদের সক্ষমতাভিত্তিক শ্রেণীবিন্যাস । ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য সেবা গ্রহণকারীর উপযোগী নির্দেশিকা, পুস্তিকা ও সহায়িকা প্রণয়ন । সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা এবং শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা ।

 

দপ্তর প্রধানের পদবীঃ

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিসিএস (কৃষি)

কার্যাবলী

  • ভূমি ও মৃত্তিকা সম্পদের তথ্য ভান্ডার সৃজনের নিমিত্তে আকাশ চিত্র বিশ্লেষণ, মাঠ জরিপ ও গবেষণাগারে মৃত্তিকা নমুনা বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে মৃত্তিকা জরিপ সম্পন্নকরণ । উপরোক্ত জরিপের ভিত্তিতে বিভিন্ন প্রকারের মানচিত্র ও প্রতিবেদন প্রস্তুত এবং মুদ্রণ ।
  • বিভিন্ন উপকারভোগী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক উন্নয়ন প্রকল্প এলাকা এবং গবেষণা খামার-এর বিস্তারিত/আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্নকরণ ও প্রতিবেদন প্রনয়ণ ।
  • সমস্যাক্লিষ্ট মৃত্তিকা (লবণাক্ত, ক্ষারীয়, বিষাক্ত, পিট মাটি) জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি উদ্ভাবন ।
  • অনলাইনে/অফলাইনে সার সুপারিশ সেবা প্রদান ।
  • মাটি ও পানির লবণাক্ততা জরিপ/পরিবীক্ষণ ও প্রতিবেদন প্রনয়ণ ।
  • বিভিন্ন জরিপের মাধ্যমে চিহ্নিত মৃত্তিকাসমূহের কোরিলেশন ।
  • কৃষক ও অন্যান্য উপকারভোগীকে মৃত্তিকা, পানি, উদ্ভিদ ও সার বিশ্লেষণী সেবা এবং মৃত্তিকা নুমনা বিশ্লেষণের ফলাফল অনুসারে স্থানভিত্তিক ফসল চাষে সার সুপারিশমালা প্রদান ।
  • কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন উপকারভোগী প্রতিষ্ঠানকে মৃত্তিকা, ভূমির সক্ষমতা ও ফসল উপযোগিতা বিষয়ক তথ্য সরবরাহমূলক সেবা প্রদান ।
  • স্বল্প ও দীর্ঘ উভয় ধরনের কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে উপকারভোগী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ।
  • জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ, গবেষণা ও এনজিও কর্মীকে সংশ্লিষ্ট এলাকার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান ।
  • ফসল উৎপাদনে মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, ভেজাল সার শনাক্তকরণ ও উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে কৃষককে প্রশিক্ষণ প্রদান ।